নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম প্রতিবন্ধীদের মাঝে এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক ও সাবেক ছাত্রনেতা হুমায়ন কবীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ১১০ জন প্রতিবন্ধীর মাঝে সেমাই, চিনি, পোলাওয়ের চাল, সাবান ও শ্যাম্পু বিতরণ করা হয়।
