বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১শে জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়া হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে মৎস্য অবমুক্তকরণ করা হয়।সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করেন উপজেল মৎস্য দপ্তর। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৩১শে জুলাই সারাদেশের নেয় বড়াইগ্রাম উপজেলায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। আলোচনা সভায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, সহকারী (ভূমি) কমিশনার মোঃ আসরাফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান 

মোঃ রেজাউল করিম ভুট্টা মাষ্টার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ চামিলী বেগম উপস্থিতছিলেন। 

এছাড়াও উপজেলার সেরা মৎস্য চাষীদের ক্রেস্ট দিয়ে সম্মান করা হয়। প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ননাও তুলে ধরা হয়েছে। এসময় বড়ইগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসন, প্রতিরোধের আহ্বান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন …