নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে আঠাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬ জুলাই সোমবার সকাল এগারোটার দিকে বনপাড়া বাজার এলাকায় লাবনী রেস্টুরেন্ট ও মিং ইয়াং রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করার অপরাধে ৪৩ ধারা মোতাবেক জরিমানা করেন। বনপাড়া গুড়পট্টি এলাকায় মা বীজ ভাণ্ডারকে সরকারি প্রণোদনার ধান বিক্রির অপরাধে ৪৫ ধারা মোতাবেক তিন হাজার টাকা জরিমানা করেন।
এসময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসাবে আজ সোমবার বনপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন বনপাড়া ফাঁড়ির পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …