নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান, পরিসংখ্যান বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। মঙ্গলবার সকালে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভা কক্ষে ইউএনও মোঃ আবু রাসেল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান
মোঃ আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার( ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবু খায়ের, পিন্ট মিডিয়াসহ পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা,প্রমূখ উপস্থিত ছিলেন।