নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জাতীয় গণহত্যা দিবস পালন

বড়াইগ্রামে জাতীয় গণহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভ‚মি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান প্রমুখ। পরে সন্ধায় উপজেলার কালিকাপুর গণকবরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত …