রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ………নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আহমেদপুর বাজারে নওপাড়া ও কায়েমকোলা গ্রামবাসীর মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হলে কমপক্ষে ৫ জন আহত হয়। এর আগে দুপুরে নওপাড়া গ্রামে প্রথম দফা সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৫ জন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয় রাহেলা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার জোয়াড়ি ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে একই গ্রামের প্রফেসর শহিদুল ইসলাম ৭ শতক জমি কিনে। কিন্তু জমি মাপতে গিয়ে দেখে সেখানে ৫ শতক পরিমাণ জমি রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই জমি পুনরায় মাপ দেওয়ার জন্য উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়। এ সময় একই ইউনিয়নের কায়েমকোলা গ্রামের সাবেক মেম্বার কামাল হোসেন তার গ্রামের ১৫/১৬ জন নিয়ে জমি বিক্রেতা আব্দুর রশিদের পক্ষে উপস্থিত ছিলেন। জমি মাপার সময় প্রথমে উভয় পক্ষের মধ্যে হট্টগোল হয় এবং পরে তারা প্রতিপক্ষের হামলার শিকার হয়। এতে আহত হয় কায়েমকোলা গ্রামের মোহাম্মদ মিজান (৩২), জয়েন উদ্দিন (৩৬), আশরাফ হোসেন (৪৮) সহ কমপক্ষে ৫ জন। পরে রাত ৮টার দিকে কায়েমকোলা গ্রামের সাবেক মেম্বার কামাল ও তার লোকজন নওপাড়া গ্রামের প্রফেসর শহিদুল এর পক্ষের শুভ (২০) নামে এক যুবককে আহমেদপুর বাজারে আটকে রাখে। এ সংবাদ পেয়ে নওপাড়া গ্রামের ১৫/২০ জন আহমেদপুর বাজারে যায়। সেখানে শুভকে উদ্ধার করার চেষ্টা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় কমপক্ষে ৫ জন। এদের মধ্যে রাজু ও আরিফ নামে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ও বাকীদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুইটি টীম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …