শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিরশনের জন্য সংবাদ সম্মেলন

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিরশনের জন্য সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বনপাড়াস্থ ‘ভূত’ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের মৃত : ফয়েজ উদ্দিন এর ছেলে মোঃ জামাল উদ্দিন (৬৩) বলেন, আমার চাচাতো ভাই মোঃ সুমন আলী (৩৫), পিতা- মৃত আজিজুর রহমান, সাং- ছাতিয়ানগাছা, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর সহিত আমাদের পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গত ০৯/১০/২১ ইং তারিখ সুমন আলী রামদা দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে, একই ঘটনার জের ধরে গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার সীমানা থেকে একটা সুপারি গাছ কেটে নেয় সুমন, আমি ও আমার পরিবারের লোকজন সুমন আলীকে জিজ্ঞাসা করতে গেলে সে আমাদের সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার ছেলে নাসির উদ্দিন জুয়েল কে ধারালো হাসুয়া দিয়ে হত্যা চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা প্রাণে বেঁচে যাই। প্রতিনিয়ত এই সুমন আলী ও তার পরিবারের সদস্যরা আমার পরিবারকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। তিনি আরো বলেন, বড়াইগ্রাম উপজেলার ২৫ নং ছাতিয়ানগাছা মৌজাধীন ১৭২ খতিয়ান ভুক্ত ৬১০ নং দাগে ৪৫ এর কাত ২৭ শতাংশ আমার ক্রয়কৃত ও ওয়ারিশ সূত্রে পাওয়া জমির সত্ত্ববান আমি । অপর দিকে অভিযুক্ত সুমন আলীর অংশ পৌনে ১১ শতাংশ। কিন্তু সে বর্তমানে প্রায় ১৬ শতাংশ জমি জবর দখল করে রেখেছে। এ সংক্রান্ত বিষয়ে গত ৩০/১/২৩ ইং তারিখে আদালতে মামলা হয় , নিজ নিজ অবস্থানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বড়াইগ্রাম থানা কে আদেশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নাটোর। কিন্তু সুমন আলী ও তার পরিবারের সদস্যরা আদালত অমান্য করে জমি জবরদখল করে রেখেছে। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতাই রয়েছি, যেকোনো সময় সুমন আলী ও তার পরিবারের সদস্যরা আমি এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবারের নিরাপত্তা এবং সৃষ্ট সমস্যা টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ওই পরিবার। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার তদন্ত কর্মকর্তা সরল মরমু জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …