বৃহস্পতিবার , জুন ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জমিসহ গৃহ বরাদ্দ পেলো ৮০টি অসহায় পরিবার

বড়াইগ্রামে জমিসহ গৃহ বরাদ্দ পেলো ৮০টি অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে আরও ৮০ টি গৃহহীন পরিবার জমিসহ গৃহ বরাদ্দ পেয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ প্রদান কার্য্যক্রমের ৫ম পর্যায়ের ২য় ধাপে মঙ্গলবার উপকারভোগী পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ন্যায় এ গৃহপ্রদান কার্য্যক্রমের উদ্বোধন করেন।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, ইউপি চেয়ারম্যান আলী আকবর, আবদুল্লা আল আজাদ দুলাল, ও মোঃ মমিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচী হাতে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিষ্কন্টক খাস জমি, সরকারিভাবে ক্রয়কৃত জমি, সরকারের অনুকূলে কারো দানকৃত জমি অথবা রিজিউমকৃত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হচ্ছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …