সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

বড়াইগ্রামে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে এক স্কুলছাত্রী (৮) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোরশেদ আলী (৩৪) নামে এক রডমিস্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে বনপাড়া পৌরসভার গুরুমশৈল এলাকা থেকে আটক করে। আটক খোরশেদ গুরুমশৈল মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী খোরশেদ তাকে চকলেট দেয়ার কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে খোরশেদ কৌশলে সটকে পড়ে। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে সব কিছু জানালে বুধবার তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আসমাউল হক জানান, অভিযুক্ত খোরশেদকে আটক করা হয়েছে। শুক্রবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …