সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ

বড়াইগ্রামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ


নিজস্ব প্রতিবেদক:  নাটোর প্রতিনিধি  
নাটোরের বড়াইগ্রামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি প্রধান অতিথি হিসাবে একশ’ জন দুস্থ ব্যাক্তিসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও কবরস্থানের উন্নয়নের জন্য মোট ১৭ লাখ ৭৬ হাজার চেক তুলে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভূট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বক্তব্য রাখেন। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …