মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের আঞ্জুয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আঞ্জুয়ারা ওই গ্রামের কামরুল ইসলাম (২০) এর স্ত্রী এবং জলন্দা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

জানা যায়, আঞ্জুয়ারা বেগম দীর্ঘদিন সৌদি আরবে কাজ করে সম্প্রতি গ্রামে এসেছেন। পরে চার লাখ টাকা যৌতুক দিয়ে কামরুলের সাথে বিয়ে হয়। কাররুল যৌতুকের টাকা নিয়ে প্রাইভেট কার কিনে ভাড়ায় চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে আঞ্জুয়ারার ভাইয়ের কাছে থাকা তার এক লাখ টাকা এনে কামরুলকে দেয়ার জন্য চাপ দেয় । এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কামরুল বাগডোব বাজারে গেলে গলায় ওড়না জড়িয়ে ঘরের আড়ার সাথে চারমাসের অন্তসত্ত্বা আঞ্জুয়ারা আত্নহত্যা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক ধটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …