নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণ মামলায় স্বপন আলী,শাহাদত হোসেন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
লিটক সাহা জানান, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের সোমবার নারী ও শিশু নির্যাতন আদালতে উপস্থাপন করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য গত ১৭ জুলাই সন্ধ্যে সাড়ে সাতটার দিকে উপজেলার জোনাইল এলাকার ১৩ বছরের এক মেয়ে বাবার উপরে রাগ করে সবার অগোচরে তার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। ভ্যানে করে রাত্রি সাড়ে নয়টার দিকে রয়না ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে ভ্যান চালক সহ অভিযুক্তরা একটি কলা বাগানে নিয়ে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে। এই ঘটনায় ওই দিনই রাতে ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …