রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্টির সদস্যদের মাঝে হাঁস বিতরণ 

বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্টির সদস্যদের মাঝে হাঁস বিতরণ 

নিজস্ব প্রতিবেদক:

 নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির সদস্যদের মাঝে হাঁস বিতরণ করা হয় । এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাঁস বিতরণ করেন নাটোর-৪ (গুরুসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান। সেখানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা। 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত  একশ’ সদস্যদের মাঝে দুই হাজার পিচ হাঁস বিতরণ করা হয়।  

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …