নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রামে :
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে মাসকালাইয়ের বীজ, এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয় । উপজেলার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদণার আওতায় ৫ কেজি বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করেন। আজ
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এগুলো বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু,
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা,সহ সুবিধাভোগী কৃষকগণ। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বলেন , “শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষি-বান্ধব সরকার। আমরা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছি।