বৃহস্পতিবার , জুন ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ 

বড়াইগ্রামে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম (নাটোর)

“বঙ্গবন্ধুর ক্ষুদ্র ঋণ ঘোচায় দৈন আনে সুদিন” এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার গ্রাম পর্যায়ের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত দলনেতা-নেতৃদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মসূচী ৩টি সেশনে দলনেতা-নেতৃদের প্রশিক্ষন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা  লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, আনন্দ টিভির বড়াইগ্রাম প্রতিনিধি জাহিদ আলী, দৈনিক করতোয়ার বড়াইগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম সহ ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রশিক্ষণার্থীরা।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …