রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী উদ্বোধন

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার  বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কৃষি ফসল বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনার আওতায় ৪ হাজার ৯৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের যেমন পেঁয়াজ (নাবী), গম,ভুট্টা, সরিষা, চিনা বাদাম,শীত কালীন পেঁয়াজ, মুগ,মসুর, ও খেসারীর বীজ ও সার পর্যায়ক্রমে দেয়া হবে। উদ্বোধনের দিনে ২শ’ জন কৃষকের মাঝে বীজ ও সার  বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। 

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা। এছাড়া সেখানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুবিধাভোগী কৃষকগণ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বলেন বর্তমান সরকার কৃষি-বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সরকার। তারই অংশ হিসাবে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …