নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবু (৫০) নামে এক বাক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটক বাবু উপজেলার দিঘইর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ও ধর্ষণ চেষ্টার শিকবর কিশোরীর ফুফা।
স্থানীয় সুত্রে জানা যায়, কিশোরীর মা-বাবা বিলে রসুন রোপনের কাজে ব্যস্ত ছিলেন। বিকালে মেয়েটি বাড়িকে একা একা রান্না করছিল। এ সময় বাবু ফাঁকা বাড়িতে ঢুকে বাবু কিশোরীটিকে কথা আছে বলে ঘরের ভিতরে ডেকে নেয়। পরে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে বাবুকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহুম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। জানা গেছে, …