নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড ও তালিকায় নাম থাকা সত্তেও প্রকৃত সুবিধাভোগী দুঃস্থ এক নারী দীর্ঘ ২১ মাস পায়নি ভিডব্লিউবি এর চাল। অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের ২ বছর মেয়াদে প্রতি মাসে ৩০ কেজি চাল সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণ কর্মসূচীর ওই কার্ড থাকলেও এক কেজি চালও পাননি তিনি। ২১ মাস ওই চাল নিজেই গ্রাস করেছে সংশ্লিষ্ট ইউপি সদস্য জব্বার হোসেন। তিনি উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য। অভিযোগ ঢাকতে ওই ইউপি সদস্য রাতের অন্ধকারে কার্ডধারী ওই দুঃস্থ নারীকে নগদ ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি রফাদফা করেছেন বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী মমতাজ বেগম তার নিজ নামের ভিডব্লিউবি কার্ড থাকা সত্তেও ২১ মাস পায়নি চাল। ইউপি সদস্য জব্বার হোসেন প্রকৃত সুবিধাভোগী মমতাজ বেগমের নামে কার্ড করে প্রতি মাসে নিজেই এই চাল সংগ্রহ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে ওই ইউপি সদস্য স্থানীয় প্রভাবশালী লোকজন নিয়ে রাত ১২ টার দিকে মমতাজ বেগমের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকায় বিষয়টি রফাদফা করেন।
অভিযোগ রয়েছে, ২০১৯-২০ অর্থবছরেও মাধাইমুড়ি গ্রামের আলতাব হোসেন জনি’র স্ত্রী ইতি খাতুনের নিজ নামীয় কার্ডের চাল ৯ মাস অন্য একজনকে দিয়ে উত্তোলন করান ইউপি সদস্য জব্বার হোসেন। এ বিষয়ে ইউপি সদস্য জব্বার হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজী হননি।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবন্থা গ্রহণ করা হবে।
ভিডব্লিউবি কর্মসূচীর দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, সুবিধাভোগী ওই নারীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …