শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

বড়াইগ্রামে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

  নিজস্ব প্রতিবেদক:  

নাটোরের বড়াইগ্রামে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তুঘলকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির সত্যতা থাকায় তাদের সমর্থন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীরা।

জানা যায়, গত সোমবার সকালে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গত ১৬বছরে  বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ৭২ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে বুধবার ৭২ ঘন্টা শেষ হওয়ার আগমুহূর্তে শিক্ষার্থীদের দাবি না মেনে গা ঢাকা দেন অধ্যক্ষ তুঘলক।  এসময় অন্যান্য শিক্ষকরাও উপলব্ধি করেন অধ্যক্ষের অনিয়মের বিষয়ে। এবং শিক্ষকরাও একমত পোষন করেন শিক্ষার্থীদের সাথে।

পরে শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …