নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
দেশে যখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তখন বিভিন্ন হাসপাতালগুলোতেও নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষরা। হাসপাতাল কর্তৃপক্ষরা পায়নি তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি।
তাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাটোয়ারী জেনারেল হাসপাতাল সাধারণ মানুষের জন্য করোনাভাইরাস মোকাবেলায় প্রাথমিক চিকিৎসায় উদ্যোগ নিয়েছে এক ব্যতিক্রমধর্মী সংক্রামক ব্যাধি চিকিৎসা সেবা কেন্দ্র। যেখানে জেলা উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে এবং তাদের অবস্থার গতি বুঝে ক্লিনিকে ভর্তি করা হবে। এই ব্যতিক্রমধর্মী চিকিৎসা সেবা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো ডাক্তারদের সুরক্ষা।
মঙ্গলবার সকালে উপজেলার পাটোয়ারী জেনারেল হাসপতালে এই ব্যতিক্রমধর্মী চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করেন পাটোয়ারী জেনারেল হাসপাতালের পরিচালক ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় পাটোয়ারী জেনারেল হাসপাতালের আরএমও চিকিৎসক ডা. গোলাম আরেফিন প্রিন্সসহ হাসপাতালের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …