নিজস্ব প্রতিবেক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামে করোনার দ্বিতীয় ধাপ রোধে মাস্ক ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারাভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১লা এপ্রিল) সকালে সমতা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার আহমেদপুর ও বনপাড়া বাজার এলাকায় এ প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক তসলিম উদ্দিন প্রমুখ।
