নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :নাটোরের বড়াইগ্রামে র্যালি ও আলোচনাসভার মাধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার বড়াইগ্রাম থানা ও বনপাড়া হাইওয়ে থানা এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি শুরু হয়ে বনপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা মিলানায়তেন এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমাতুজ্জোহরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ কমিউনটি পুলিশিং কমিটির উপজেলা সভাপতি আবুল খায়ের।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ৭ ইউপি চেয়ারম্যান, বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার জাহান, এসআই আহসান হাবিব, সামসুল আলম প্রমূখ।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …