নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এর সহধর্মিনী রওশন আরা কুদ্দুস হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশংকাজনক। এমপি পত্নীর দ্রুত আরোগ্যলাভে শুক্রবার বড়াইগ্রামের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন জানান, এমপি’র সহধর্মিণী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগ সহ-সভাপতি এড. কুহেলী কুদ্দুস মুক্তির মাতা রওশন আরা কুদ্দুস হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দ্রুত আরোগ্যলাভে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …