মঙ্গলবার , এপ্রিল ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে এক প্রসূতী একসাথে ৪ টি সন্তান প্রসব

বড়াইগ্রামে এক প্রসূতী একসাথে ৪ টি সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে এক প্রসূতী একসাথে ৪ টি সন্তান প্রসব। কিন্তু বাঁচেনি একটিও। বড়াইগ্রাম থানাধীন মৌখাড়া (ঋষি পাড়া) গ্রামের নিখিল কুমার দাস এর স্ত্রী রিতা রানী দাস একসাথে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান প্রসব করেন।

গতকাল ৯ আগস্ট বিকেলে নিজ বাড়িতে একটি ছেলে সন্তান প্রসব করেন রিতা রানী। প্রসব বেদনা বেশি হওয়ায় বিকেল তিনটার দিকে রিতাকে বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আটটার দিকে তিনি আরো দুটি ছেলে এবং একটা মেয়ে সন্তান প্রসব করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন ।

কিন্তু রীতা রানীকে রাজশাহীতে না নিয়ে তার অভিভাবক নিজ বাড়িতে যায়। চিকিৎসক জানান, প্রত্যেকটি শিশুর ওজন ছিল ৫০০ গ্রাম করে। চিকিৎসক জানান, নবজাতক শিশুরা ভূমিষ্ঠ হওয়ার পর ১০/১৫ মিনিট পর্যন্ত জীবিত ছিল।

আরও দেখুন

বড়াইগ্রামে প্রধান শিক্ষক পিঞ্জুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন ওরফে পিঞ্জু মাস্টারের বিরুদ্ধে …