নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ মিলন প্রামানিক (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২৭৭ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মিলন উপজেলার হারোয়া সরকারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সিপিসি-২ এর একটি অপারেশন দল ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে পৌনে সাতটার দিকে বনপাড়া সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের গেটের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ২৭৭ পিস ইয়াবাসহ মিলন প্রামানিক নামের এক যুবককে আটক করা হয়। আটক মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ইয়াবা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে জনসমক্ষে স্বীকার করে।
র্যাব আরো জানায়, মিলন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …