শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ইয়াবাসহ ফার্মেসী মালিক আটক, দেড় মাসের কারাদন্ডাদেশ

বড়াইগ্রামে ইয়াবাসহ ফার্মেসী মালিক আটক, দেড় মাসের কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে দুই পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি সহ ঔষধের ফার্মেসীর এক মালিককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন হেলথ কেয়ার ফার্মেসীতে অভিযান চালিয়ে মালিক হাবিবুর রহমান বাবু (২৫) কে ইয়াবা ও সরঞ্জামাদি সহ আটক করা হয়। পরে উপজেলা নির্র্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

আটককৃত ফার্মেসী মালিক হাবিবুর বড়াইগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের রেজুর মোড় এলাকার ইমান আলীর ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …