বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ইউপি নির্বাচনে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

বড়াইগ্রামে ইউপি নির্বাচনে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আঃ আলীমকে প্রচারণায় বাধা দেওয়ায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার বিকেলে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আজাদের কর্মীদের বিরুদ্ধে ওই অভিযোগ করেন আঃ আলীম। জেলা প্রশাসক বরাবরে লেখা আবেদনে পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্ণিং অফিসারকেও অবহিত করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের পারকোল এলাকায় প্রচারনা করতে গেলে নৌকা প্রতিকের পক্ষে ৫/৬ জন বহিরাগত কর্মী আঃ আলীমকে বাধা প্রদান করেন। তাদের বাধা প্রদান, হুমকি ও বাকবিতন্ডা সৃষ্টির ফলে প্রচারনার পরিবেশ বিঘ্নিত হওয়ায় তিনি এলাকা ছেড়ে উঠে আসতে বাধ্য হন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটের পরিবেশ রক্ষায় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …