রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন আয়োজিত এবং নির্বাহী অফিসার মারিয়াম খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএম-বার), জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া, পশু সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার আ: রউফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন কমিশনার হাসিব বিন সাদাদ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী বৃন্দ।

মতবিনিময় সভায় প্রার্থীরা তাদের সুবিধা-অসুবিধা এবং আগামী ১১ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে প্রত্যাশা রেখে বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …