বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ইউপি নির্বচান স্থগিতের দাবীতে মানববন্ধন

বড়াইগ্রামে ইউপি নির্বচান স্থগিতের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জোয়াড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ভবানীপুর দাখিল মাদ্রাসার সামনে ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জন-সাধারন এই কর্মসূচীর আয়োজন করে। ঘন্টা ব্যাপি এই মানববন্ধনে তিন শতাধীক নারী পুরুষ অংশ গ্রহন করে।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামের সভাপদিতত্বে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজলুর রহমান, আব্দুল আজিজ পাটোয়ারী, শামিম হোসেন প্রমূখ।
আব্দুস সালাম বলেন, আগামী ২৯ শে ডিসেম্বর জোয়াড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আমাদের গ্রামের প্রার্থী শরিফুল ইসলাম মানিক মনোনায়ন পত্র দাখিল করে। কিন্তু রিটানিং অফিসার সেই মনোনায়ন পত্র বাতিল ঘোষনা করে। পরে শলিফুল ইসলাম মানিক উচ্চ আদালতে আপিল করলে ২৬শে ডিসেম্বর প্রার্থীতার বৈধতা পান। প্রতিক বরাদ্দ ও প্রচারনার একদিন সময় সুযোগ পান। তাই আমরা এই ওয়াডের নির্বাচন স্থগিত করে পুনরায় সময় নির্ধানের দাবী জানাচ্ছি, রিটানিং অফিসার ফেরদৌস আলম বলেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …