নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
শুক্রবার দুপরে পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোজাম্মল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তার বিরুদ্ধে অন্যায় ভাবে ষড়যন্ত্র ও মিথ্যাচার বন্ধ করতে প্রতিপক্ষকে অনুরোধ জানান। তিনি বলেন, আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত করার প্রয়াসে মনোনয়ন প্রত্যাশী প্রতিপক্ষ কয়েকজন এ নোংরা অপপ্রচারে মেতে উঠেছে। আমি ও ইউনিয়ন আওয়ামী লীগ এই নোংরামী বন্ধের দাবী জানাচ্ছি। পাশাপাশি সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কয়েকজন ইউপি সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রতিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোজাম্মেলের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও নাটোরের জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত অভিযোগকারী ৯ নং ওয়ার্ড সদস্য দুলাল হোসেন, ৭ নং ওয়ার্ড সদস্য সেলিম হোসেন ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জামিরুন বেগম জানান, আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পত্রটি না পড়ে স্বাক্ষর করেছি, আমাদেরকে ‘ সম্মানী ভাতার জন্য আবেদন’ এই কথা বলে স্বাক্ষর নিয়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।
উল্লেখ্য, গত বুধবার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের বিরুদ্ধে সচিব সঞ্জয় কুমার চাকীর যোগসাজশে গত ৫ বছর ধরে ইউপি সদস্যদের সম্মানীভাতা বাবদ ৩২ লাখ টাকা প্রদান না করা এছাড়া টিআর, কাবিখা, জিআর বরাদ্দসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ইউপি সদস্যদের নামকেওয়াস্তে বাস্তবায়ন কমিটির সভাপতি বানিয়ে ভুয়া স্বাক্ষর করে অর্থ আত্মসাৎ করা, এলজিএসপি প্রকল্পে অতি নিম্নমানের কাজ করে অর্থ হাতিয়ে নেয়া সহ বেশ কিছু অভিযোগ দায়ের করে ইউনিয়ন পরিষদের কয়েকজন সাধারণ সদস্য । সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব সঞ্জয় কুমার চাকী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক একাব্বর আলী মোল্লা, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ সহ ওয়ার্ড সদস্যরা।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …