মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে আ’লীগের প্রস্তুতি সভা

বড়াইগ্রামে আ’লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে রোববার আয়োজিত শোক সভার প্রস্তুতির বিষয়ে অবগত করতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ মঞ্চে ওই সভা করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চলনায় আয়োজিত সভায় জানানো হয় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম কামাল। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থাকবেন স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর- নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

এছাড়া জেলার সকল উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় বড়াইগ্রাম-গুরুদাসপুরের অর্ধলক্ষ নেতা-কর্মী, সমর্থক উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা আয়োজকদের। সংসাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, এসএম মাসুদ রানা মান্নান, রফিকুল বারী, আব্দুল বারেক, আব্দুল জলিল, আব্দুল করিম প্রমুখ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …