সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বড়াইগ্রামে আবাদী জমির ১৫টি গাছ কেটে জমি দখল

বড়াইগ্রামে আবাদী জমির ১৫টি গাছ কেটে জমি দখল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মুকুল মন্ডলের আবাদী জমির গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার মিজানুর রহমান মিঠুর বিরুদ্ধে।

সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওগ্রাম এলাকায় প্রায় ১৫টি মেহগনি গাছ কেটে জমি দখল করে ধানের চারা রোপণ করেছে মিজানুর রহমান মিঠু। এ বিষয়ে জমির মালিক মুকুল মন্ডল বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, পৈত্রিক সূত্রে মুকুল মন্ডল প্রায় ৩০ বছর ধরে জমিটি ভোগ দখল করে আসছিলো। কিন্তু  কিছুদিন আগে মিজানুর রহমান মিঠু দাবী করে যে, এই জমি তার পিতার। এবং জমিটি জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করেন। পরে মুকুল মন্ডল এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি সম্পর্কে অবগত করলে এলাকাবাসীদের সমন্বয়ে শালিশের মাধ্যমে মিমাংসা করা হলে মিজানুর রহমান মিঠু শালিশ অমান্য করে জোর পূর্বক ভাবে জমি দখলে নিয়ে চাষাবাদ চালিয়ে যান।

বিষয়টি নিয়ে ইতি পূর্বে থানায় অভিযোগ দিলে থানাতে বসে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করা হয়। সেই আপোষ মিমাংসাকে উপেক্ষা করে আবার জমিতে জবর দখল করেন মিজানুর রহমান মিঠু।  পরে বিষয়টি নিয়ে থানায় এবং আদালতে মামলা করেন মুকুল মন্ডল। তবে মামলা চলমান থাকা অবস্থায় মিজানুর রহমান মিঠু গত সোমবার আবার সেই জমির ১৫টি মেহগনির গাছ কেটে সেখানে ধানের চারা রোপণ করেছেন।

গ্রাম্য প্রধান ইন্তাজ আলী বলেন, মুকুল ও মিঠুদের জমিজমার বিষয়ে গ্রামে অনেক বার বসেছি। কিন্তু কোনই সুরাহা করতে পারি নাই। পরে  মুকুল থানায় অভিযোগ দিলে তাদের পরামর্শে পুনরায় গ্রামে বসে সমাধান করে দেওয়ার পরেও মিঠু সেই সমাধান না মেনে গাছ কেটে ধানের চারা লাগানো ঠিক করে নাই।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান,এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …