সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

বড়াইগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম……..‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিতে 

সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজে রেলীসহ

ভূমিকম্প ও  অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ একরামুল ইসলাম, নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণসহ বিভিন্ন কলাকৌশল প্রদর্শন ও মহড়া দেয়। এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সকল ধরনের দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণ সম্পর্কে আলোচনা করেন।    

আলোচনা সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আমজাত হোসেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন জেল, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক হযরত আলী (৪২)’র যাবজ্জীবন জেল ৫০ হাজার …