নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জলন্দা মহল্লায় আছিয়া খাতুন (৫৪) নামে এক গৃহিণী গত আট দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি ওই মহল্লার নুরুল ইসলাম খানের স্ত্রী। কিছুদিন যাবৎ তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
নিখোঁজের স্বজনরা জানান, গত ১২ ডিসেম্বর আছিয়া খাতুন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। তাতে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গত আটদিন যাবৎ বিভিন্ন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব খানে খোঁজ করেও তার কোন সন্ধান মেলেনি। দীর্ঘ আট দিনেও কোন খোঁজ না পেয়ে তার স্বামী-সন্তানরা পাগল প্রায় হয়ে পড়েছেন। এ ব্যাপারে গত ১৫ ডিসেম্বর তার ছেলে মোহাম্মদ আলী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। তাকে উদ্ধারে সম্ভাব্য সব রকম চেষ্টা করা হচ্ছে।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …