নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে দুই সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মাসহ তিনজন মারা যাওয়ার ঘটনায় আহত আনোয়ার হোসেন (৩৮) মারা গেছের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
এ নিয়ে মৃতে সংখ্যা দাড়াল ৪ জন। আনোয়ার হোসেনর ছোট ভাই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
জাহাঙ্গীর আলম বলেন, বন্ধুর বাড়িতে শবে বরাত উপলক্ষ্যে দাওয়াত খেতে গিয়ে আগুনে পুড়ে আহত হন আনোয়ার হোসেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো বলেন, চিকিৎসক জানিয়ে ছিলেন, আগুনে আমার ভাইয়ের শ্বাসনালীসহ ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য গত মঙ্গলবার উপজেলার খাকসা উত্তর পাড়া গ্রামে রাত সাড়ে নয়টার দিকে বসত ঘরে আগুনে পুড়ে মা, মেয়ে ও ছেলের মৃত্যু হয়। আহত হয় মো. ওয়ালিউল্লাহ ও তার বন্ধু আনোয়ার হোসেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …