সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে অবৈধ পুকুর খনন করায় ৩টি ভেকু জব্দ

বড়াইগ্রামে অবৈধ পুকুর খনন করায় ৩টি ভেকু জব্দ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ পুকুর বন্ধ করেছে ও একই সাথে খনন কাজে ব্যবহৃত ৩টি ভেকু জব্দ করেছে। শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল, কামারদহ ও কেচুয়াকোরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পুকুর খননকারীরা পালিয়ে যায়। পরে স্পট থেকে ৩টি এক্সেভেটর মেশিন (ভেকু) জব্দ করা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের নির্দেশনা অনুযায়ী নাটোেরের ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …