শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খননকালে জরিমানা, এক্সকেভেটর  ও ৩টি ড্রামট্রাক আটক

বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খননকালে জরিমানা, এক্সকেভেটর  ও ৩টি ড্রামট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক: (বড়াইগ্রাম নাটোর )

নাটোরের বড়াইগ্রামে সরকারী নিয়মকানুন অমান্য করে পুকুর খনন করা ও অন্যত্র মাটি বিক্রয় করার অপরাধে একটি এক্সকেভেটর গাড়ী (ভেকু)  ও তিনটি ড্রাম ট্রাক আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। রোববার সন্ধার দিকে উপজেলার নগর ইউনিয়নের জামাইদিঘী গ্রামে মুকুল হোসেনের পুকুর খননকালে এ ভেকু ও ড্রাম ট্রাক আটক করেন তিনি। 

সংশ্লিষ্ট দপ্তর ও এলাকাবাসী সুত্রে জানা যায়, জামাইদিঘী গ্রামে এক্সকেভেটর গাড়ী দিয়ে নাটোরে বসবাসরত মুকুল হোসেনের আনুমানিক সাত বিঘা জমিতে রাতের আঁধারে কয়েকদিন যাবত পুকুর খনন করেতেছিলেন ধানাইদহ এলাকার মাটি ব্যবসায়ী মো. অস্ত্রর আলী ও তার সহপাটীগণ। পুকুর থেকে উত্তোলনকৃত মাটিগুলো ড্রাম ট্রাকের সাহায্যে বহন করে বিভিন্ন স্থানে বিক্রয় করতেছিলেন তারা। পুকুরের কিনারায় অবস্থিত জামাইদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যাপিঠে কোমলমতি শিশুদের যাতায়াতের জন্য কয়েক “শ” মিটার রাস্তা নির্মান করেছিলেন কতৃপক্ষ। মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তাটি বিনষ্ট হয়েছে। এ অবস্থায় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে সেখানে এক অভিযান চালানো হয়। অভিযানের অগ্রিম বার্তা পেয়ে মো. অস্ত্রর আলী সহ ভেকু ও ট্রাকচালকগণ পালিয়ে যায়। সে সময় ভেকু ও মাটি বোঝাই তিনটি ড্রাম ট্রাক আটক করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়েছে।পরে গোপালপুর ইউনিয়ন নোটাবাড়িয়া এলাকায় আইয়ুব আলী খান এর পুকুর অবৈধ ভাবে খনন সময়ে  ঠিকাদার মোরশেদ আলী কে মাটি বিক্রি দায়ে ৭০০০০ হাজার টাকা জরিমানা ও দুইটি ব্যাটারী জব্দ করে। এছাড়া ও  ইতোপূর্বেও অবৈধভাবে পুকুর খননের অপরাধে প্রশাসন সাতটি এক্সকেভেটর গাড়ী (ভেকু) আটক ও ব্যাটারী জব্দ করা হয়। যাহা উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …