রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে অবরোধ উপেক্ষাকারী চালকদের শুভেচ্ছা জানান মেয়র জাকির

বড়াইগ্রামে অবরোধ উপেক্ষাকারী চালকদের শুভেচ্ছা জানান মেয়র জাকির

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:


নাটোরের বড়াইগ্রামে বিএনপি’র ডাকা অবরোধ উপেক্ষা করে গাড়ি নিয়ে সড়কে বের হওয়া বাস-ট্রাক চালক ও হেলপারদের  শুভেচ্ছা জানান আসন্ন সংসদ নির্বাচনে নাটোর -৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র কেএম জাকির হোসেন। সে সময় তাদের হাতে তুলে দেন ফুল, খাবারের প্যাকেট ও সরকারের উন্নয়নমূলক কাজের লিফলেট। নাটোর -পাবনা মহাসড়কের বনপাড়া পৌর শহরে বুধবার চালক ও হেলপারদের এভাবেই শুভেচ্ছা জানান তিনি।


তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সদস্য প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, মাঝগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান মোল্লা, বনপাড়া নতুন বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহীন প্রমুখ। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …