মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের ২ পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু

বড়াইগ্রামের ২ পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ও বনপাড়া এই দুই পৌরসভায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ৭ দিনের লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল ৬টা থেকে এই লকডাউন শুরু হয়েছে। এর আগের দিন মঙ্গলবার রাত ১০টায় নব নিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ এক প্রজ্ঞাপনে জেলার সকল পৌরসভা ২৩ জুন সকাল ৬ টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করেন।

এই আদেশের প্রেক্ষিতে বুধবার সকাল থেকে দুই পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে অভ্যন্তরীণ যানবাহন ও জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে এবং স্বাস্থ্য বিধি মানাতে মাঠে নামে উপজেলা প্রশাসন, পৌর পরিষদ ও পুলিশ প্রশাসন।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ওসি আনোয়ারুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম একযোগে বনপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারাভিযান চালায় ও পাশাপাশি লকডাউন মেনে করোনা মোকাবেলায় জনগণকে সহযোগিতা করতে আহ্বান জানান। একই ভাবে বড়াইগ্রাম পৌরসভা এলাকাতেও মেয়র মাজেদুল বারী নয়ন সহ পৌর পরিষদ ও পুলিশ প্রশাসন প্রচারাভিযান চালায়। 

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …