সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের মৌখাড়া হাটে হাজার হাজার মানুষের সমাগম

বড়াইগ্রামের মৌখাড়া হাটে হাজার হাজার মানুষের সমাগম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের মৌখাড়ায় প্রতি শুক্রবার সাপ্তাহিক হাটবার হলেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয় স্বেচ্ছাসেবক ও প্রশাসনের ভূমিকায় গত কয়েক হাটে কাঁচাবাজার, মুদিখানা, ঔষধের দোকান ছাড়া হাটের সকল বেচাকেনা বন্ধ থাকে। কিন্তু হাটের আজকের চিত্র ছিলো ভিন্ন।

আজ শুক্রবার ভোর থেকে রসুন, পেঁয়াজ, সুপারী, কলাসহ চৈতালি পণ্যের পাইকারি হাট বসতে থাকে এবং ছিটকাপড়, গার্মেন্টস সামগ্রীসহ বিভিন্ন দোকান বসতে দেখা যায়। এতে ২০ হাজারেরও বেশী মানুষের সমাগম ঘটে। যেখানে সামাজিক দূরুত্বের কোন বালাই নেই। সকাল ১০টা পর্যন্ত প্রশাসনের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে হাট অফিসে ইজারাদার সিরাজুল ইসলামকে না পেয়ে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আজকে হাটে তিনি আসেননি এবং খাজনাও উঠানো হচ্ছে না। মৌখাড়া বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি মাজেদুল বারী নয়ন বলেন, আমরা স্থানীয় স্বেচ্ছাসেবক টিম গঠন করে গত কয়েক হাটে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করেছি। কিন্তু সরকারি একটি আদেশে স্কুল মাঠ/ খেলার মাঠে কাঁচাবাজার স্থানান্তরকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এ জনসমাগম ঠেকানো সম্ভব হয়নি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …