সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামের বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটের নজরদারি

বড়াইগ্রামের বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটের নজরদারি

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নজরদারি চালিয়েছে সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন। রবিবার সন্ধ্যায় উপজেলার মানিকপুর,লক্ষীকোল বাজার, কালিবাড়ী সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান নজরদারি চালানো হয়।

এসময় ঔষধের দোকান ব্যাতিত ফার্নিচারের দোকান খোলা দেখতে পাওয়ায় জরিমানা করা হয়। এছাড়াও অযথা ঘুরাঘুরি করা যুবকদেরও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন হওয়ার, বিকেল ৫ টার পরে ঔষধের দোকান ব্যাতিত অন্য সব দোকান বন্ধ রাখা ও সন্ধ্যা ৬ টার পরে অযথা বাহিরে ঘুরাঘুরি না করে সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …