নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা বনপাড়া পৌরসভার মেয়র জাকির, জিন্নাহ ও জামিলসহ সকল আসামীদের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বলেন, ২০১০ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি পালন করার সময় জাকির, জিন্নাহ ও জামিলসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানা উল্লাহ নূর বাবুকে। কিন্তু গত ১৫ বছরেও আসামীরা ঘুরে বেড়াচ্ছেন।
৫ই আগষ্ট দেশ নতুন করে স্বাধীন হওয়ায় পর বড়াইগ্রামবাসী আশা করেছিল এবার বাবু হত্যার বিচার হবে। কিন্ত না হওয়ায় হতাশ হয়ে বাবু হত্যাকারীদের পুনরায় আটক করে সুষ্ঠু বিচারের দাবি নিশ্চিত করতে তারেক জিয়ার হস্তক্ষেপ কামনা করেন।