নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে নাটোর জেলায় ০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ খবরে জনমনে আতঙ্ক বাড়ছে। এ অবস্থায় বড়াইগ্রামে থানা পুলিশের করোনা সংক্রমণ ঠেকাতে সড়কে সামাজিক দূরুত্ব বজায় রাখতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন বড়াইগ্রাম থানা পুলিশ ।
আজ বৃহস্পতিবার উপজেলার সর্বত্রই চলছে সচেতনতামুলক মাইকিং, নিয়মিত মনিটরিং করতে দেখা গেছে সড়ক এবং মহাসড়কে। ঢাকা,নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে যেনো বড়াইগ্রামে প্রবেশ না করতে পারে সেজন্য এ চেকপোস্ট বসানো হয়েছে বলে জানায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।
উপজেলার উল্লেখযোগ্য রাজাপুর, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বড়াইগ্রাম থানার মোড় মানিকপুর চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও যেখানে সেখানে মানুষের জটলা ভাঙতে কাজ করছেন পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, মহামারি করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে পুলিশ সদস্যরা সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। বড়াইগ্রাম উপজেলা বাসীকে নিরাপদ রাখতে চেকপোস্ট বসানো হয়েছে। বড়াইগ্রাম প্রবেশ রোধে সামাজিক দ্রুরুত্ব নিশ্চিত করার লক্ষ্যে চেকপোস্ট বসানো হয়েছে প্রয়োজন ছাড়া বড়াইগ্রামে কোনো যানবাহন ঢুকতে দেয়া হচ্ছে না।
এছাড়া মোটরসাইকেল থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে যারা জরুরি কাজে অফিসে যাচ্ছে শুধুমাত্র তাদেরকেই ছেড়ে দেওয়া হচ্ছে। এই যেমন- ব্যাংকার, ডাক্তার, নার্স, পুলিশ ও মিডিয়াকর্মী। এছাড়াও পুলিশ সদস্যরা নিয়মিত টহলে রয়েছেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …