সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের পারকোল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বড়াইগ্রামের পারকোল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

 
নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম :
নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পারকোল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় চত্ত্বরে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কবি মো. ইয়ার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুস সোবহান, সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রাবেয়া বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সহকারী শিক্ষক শামসুল ইসলাম খান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী বনপাড়া বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের, ব্যাংকার বুলবুল আহমেদ ও আব্দুল মমিন, মেহেদী হাসান ও আল আমিন বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মূলত পূণর্মিলনীতে রুপ নেয়। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …