নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ সভাপতি ও আব্দুর রাজ্জাক সরকার সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। আহম্মেদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সম্মেলনে নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. শাহজান কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, জেলা পরিষদের সদস্যা মৌটুসি আক্তার মুক্তা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
আরও দেখুন
বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …