বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার বিকেলে অধ্যাপক আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা ঈমান আলীর সভাপতিত্বে ও যুবলীগ সম্পাদক মাসুম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি বিকাশ কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আরিফ হোসেন, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক সাজেদুর রহমান প্রমূখ।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন ও কর্মের উপর রচনা ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …