রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের জোনাইলে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

বড়াইগ্রামের জোনাইলে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

সুজন কুমার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এবং বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারাদেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) “মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে নিজস্ব অর্থায়নে জোনাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে মাসব্যাপী ফলজ,বনজ ও ঔষধি ১০০০ টি বৃক্ষ রোপণ এর উদ্বোধন করা হয়।

জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে এবং সম্পাদক সাজেদুল ইসলামের তত্বাবধানে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবাহান হারেজ, সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় সাহাবুল ইসলাম সরদার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষরোপন জরুরী। তাই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা বড়াইগ্রামের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ দফায় দফায় বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে।

জোনাইল ইউনিয়ন চেয়ারম্যান বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে নির্মিত। তাদের কার্যক্রম প্রশংসনীয় হবে এটা স্বাভাবিক।  তাদের সকল ভালো কাজে পাশে থেকে সহায়তা করবো।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …