নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বনপাড়া পৌরসভার উদ্যোগে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় সভায় সংবর্ধিত ইউএনও জাহাঙ্গীর আলমসহ জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইসনচার্জ রাশেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল এবং ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার ও শরীফুন্নেনা শিরীন বক্তব্য রাখেন। প্রসঙ্গত, সম্প্রতি জাহাঙ্গীর আলম শ্রম মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সহকারী হিসাবে বদলী হয়েছেন।
আরও দেখুন
নাটোরে জুলাই গ্রাফিতির ওপর লেখা ‘জয় বাংলা’; মুছে দিল ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নাটোর শহরের প্রতিটি দেয়াল সাজে …