নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
অতিবৃষ্টিতে ডুবে গিয়েছিল মাঠ। কিন্তু পানি বের হওয়ার কোন পথ না থাকায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাঝগাঁ ইউনিয়নে পাঁচটি এলাকার চিলিডাঙ্গা বিলে ৫০০ শতাধিক কৃষকের মালিকানাধীন এক হাজার বিঘা জমির ধান পানির নীচে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।
খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) আসরাফুল ইসলাম ঘটনাস্থল ছুটে যান। পরে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করেন। এতে জলাবদ্ধতা থেকে রক্ষা পেল দরিদ্র কৃষকদের জমির ধান। এতে দারুণ খুশী এ এলাকার চাষীরা।
স্থানীয়রা জানান, কিছু অসাধু পুকুর চাষী খাল এর মুখ বন্ধ করে দেয়। তারা যেমন তেমন করে পুকুর খনন করা কৃষি জমি গুলো একটু বৃষ্টি হলে ফসলের জমি হুমকির মুখে পরে যায়। এটার প্রতিকার হওয়া এলাকায় বাশি ও কৃষকের মুখে হাসি ফুটেছে।