শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের ইউএনও’র প্রচেষ্টায় জলাবদ্ধতার নিরসন রক্ষা পেল দুই উপজেলার কৃষি জমি ও বসতভিটা

বড়াইগ্রামের ইউএনও’র প্রচেষ্টায় জলাবদ্ধতার নিরসন রক্ষা পেল দুই উপজেলার কৃষি জমি ও বসতভিটা

নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম:

অতিবৃষ্টিতে ডুবে গিয়েছিল মাঠ। কিন্তু পানি বের হওয়ার কোন পথ না থাকায় লালপুর ও বড়াইগ্রাম উপজেলার দুই শতাধিক কৃষকের মালিকানাধীন পৌনে ছয়শ’ বিঘা জমির ধান পানির নীচে ডুবে যায়। খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল ঘটনাস্থল ছুটে যান। পরে তিনি খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে জলাবদ্ধতা থেকে রক্ষা পেল দরিদ্র কৃষকদের জমির ধান। এতে দারুণ খুশী এ এলাকার চাষীরা। 

স্থানীয়রা জানান, বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের মৃধা কচুয়া এলাকায় একটি সরকারী কালভার্টের মুখ বন্ধ করে একজন কৃষক তার জমিতে মাটি ভরাট করেন। এতে মৃধা কচুয়াসহ পাশের লালপুরের মাঝগ্রাম বিলের পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে এ দুটি বিলে পানি জমে ধান ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে ইউএনও আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে তিনি প্রায় চারশ মিটার খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এ সময় তার সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক পি কে এম আব্দুল বারি,বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুল হক উপস্থিত ছিলেন। 

বড়াইগ্রামের মৃধা কচুয়ার কৃষক আবু তালেব ও লালপুরের মাঝগ্রাম এলাকার সোলায়মান আলী বলেন, বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে বিলে আমাদের ধান ডুবে যাচ্ছিল। অবশেষে প্রশাসন নালা কেটে পানি বের করার উদ্যোগ নেয়ায় আমাদের ধানগুলো বেঁচে গেল, এতে আমাদের খুব উপকার হলো। 

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, মৃধা কচুয়া এলাকায় কালভার্টের মুখ আটকে দেয়ায় লালপুরের মাঝগ্রাম বিলের প্রায় ৫শ’ বিঘা জমির ধান তলিয়ে যাচ্ছিল। এছাড়া বড়াইগ্রাম অংশেও পৌনে একশ বিঘা জমির ধান ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নালা কেটে জমে থাকা বৃষ্টির পানি বের করায় এসব ধানের আর ক্ষতি হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আপাতত সমস্যাটির সমাধান করা হয়েছে। তবে সেখানে কালভার্টের পানি যেন বের হতে পারে, সেজন্য স্থায়ীভাবে পাকা ড্রেন নির্মাণ করে দেবো। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …